আরও দুই প্রসূতির সংক্রমণের কারণে চিত্তরঞ্জন সেবা সদনের একটি অংশ বন্ধ রাখা হচ্ছে। সব মিলিয়ে ৫ প্রসূতি করোনা পজিটিভ হলেন। মূলত স্যানিটাইজেশনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গাইনি ইমার্জেন্সি খোলা থাকবে। একইরকমভাবে দিন চারেক আগে পিয়ারলেস হাসপাতাল বন্ধ করে স্যানিটাইজেশন করা হয়। আপাতত চিত্তরঞ্জন সেবা সদনে রোগী ভর্তি বন্ধ।




























































































































