করোনার আঁতুড়ঘর চিনেই তৈরি হচ্ছে ভ্যাকসিন!

0
1

করোনা সংক্রমণ কীভাবে রোখা সম্ভব তা নিয়ে গবেষণা চলছে। তবে কবে নাগাদ ওষুধ বা প্রতিষেধক মিলবে তার উত্তর দিতে পারছেন না গবেষকরা। ইতিমধ্যেই করোনার উৎস নিয়ে একাধিকবার চিনকে কোণঠাসা করেছে আমেরিকা। এবার সেই চিনই জানালো ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সে দেশের দাবি, একাধিক গবেষকদল ভ্যাকসিন তৈরি করছে। এর মধ্যে চারটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। আপাতত মানব শরীরে দ্বিতীয় ধাপে পরীক্ষা চলছে।

চিন জানিয়েছে, প্রাথমিকভাবে একটি বাঁদরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। দুই সপ্তাহ পর দেখা যায় ওই বাঁদরের সংক্রমণ হয়নি। এপ্রিল মাসের মাঝামাঝি মানব শরীরে করোনার পরীক্ষা শুরু হয়। বাঁদরের শরীরে প্রয়োগের ফলে সাফল্য মেলায়, গবেষকদের আশা মানব শরীরে কাজ করবে এই ভ্যাকসিন। তবে চিন জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, ২০০৩ সালে সার্স আটকাতে একই উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছিল।