বুদ্ধবাবু সুস্থই আছেন, বিবৃতি দিল সিপিএম

0
3

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে শনিবার সকাল থেকেই খবর রটতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। দুপুরে তা খণ্ডন করে বিবৃতি দিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক ডা. সূর্যকান্ত মিশ্র সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, “যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। এধরনের গুজবে কান দেবেন না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আছেন।”

বুদ্ধবাবু দীর্ঘদিন ধরেই গৃহবন্দি। তবে নতুন করে তাঁর কোনও সমস্যা হয়নি। তিনি পাম অ্যাভিনিউর বাড়িতেই আছেন।