পরিযায়ীদের ফেরাতে অসহযোগিতা, মমতাকে চিঠি দিয়ে অভিযোগ অমিত শাহের

0
1

অন্য রাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার রেলের সঙ্গে সহযোগিতা করছে না। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, বাংলার পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার। কারণ তাঁরা নিজের রাজ্যে ফিরতে চাইলেও বাংলার সরকার সহযোগিতা করছে না। পরিযায়ীদের শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। অমিত শাহের কথায়, লকডাউনের মধ্যেও ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার ট্রেন ঢুকতে বাধা দেওয়ায় শ্রমিকদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে ট্রেন ঢোকার অনুমতি দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।