শিলিগুড়িতে আটকে পড়া পর্যটক-সহ কর্মরতের বাড়ি ফেরাল প্রশাসন

0
1

লকডাউনের জেরে শিলিগুড়ি শহরে আটকে পড়া পর্যটক-সহ কর্মরত মানুষদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করল প্রশাসন। শনিবার, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনার্সে সকলের শারীরিক পরীক্ষা করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে তাঁদের গন্তব্যে পাঠানো হয়। এদিন কমপক্ষে ২৯০জনকে বাড়ি পাঠানোর জন্য ১৩টি বাসের বন্দোবস্ত করা হয়। বারাসত, বসিরহাট, আলিপুর সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় বাসগুলি।

তার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করে চিকিৎসকের স্বাক্ষরিত প্রমাণপত্রও দেওয়া হয়। এতদিন আটকে থাকার পর বাড়ি ফেরার সুযোগে খুশি সকলে।
বারাসতের বাসিন্দা পূবালি মজুমদার বলেন, “শিলিগুড়িতে ঘুরতে এসেছিলাম। তারপর থেকেই আটকে পড়ি। সরকারি নম্বরে যোগাযোগ করে খবর পেয়েই চলে এসেছি। বাড়ি ফিরতে পারব ভেবেই ভালো লাগছে”।
অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক জানালেন, আটকে থাকা মানুুষদের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। তার জন্য ১৩টি বাসের বন্দোবস্ত করা হয়েছিল।