করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে টানা লকডাউন চলছে। এই পরিস্থিতিতে (COVID- 19) বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে গিয়ে আটকে পড়েছেন মুর্শিদাবাদের বহু শ্রমিক। এই অসহায় মানুষদের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের যে শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন সেই শ্রমিকদের সহায়তা করার জন্যে হেল্পলাইন চালু করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দুটি হেল্পলাইন নম্বর চালু করেছেন তিনি। সেগুলি হল ৯৮৭১৩৯৩২৯২ এবং ০১১-২৪৬০২৭০৯।






























































































































