দেশের ৬ ব্যাঙ্ক থেকে ৪১৪ কোটি টাকা ঋণ নিয়ে দিব্যি বেপাত্তা দিল্লির এক ব্যবসায়ী

0
1

দেশের ৬ ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা দিল্লির এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী বাসমতি চালের ব্যবসা করেন। তিনি সম্ভবত বিদেশেই গা ঢাকা দিয়েছেন।
ঋণ ফেরত পাওয়ার আশায় টানা ৪ বছর অপেক্ষা করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত ২৫ ফেব্রুয়ারি এনিয়ে অভিযোগ জানায়ে। তারপরই তদন্তে নামল সিবিআই। তখনই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। দেখা যায়
রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার ওই ব্যবসায়ী বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোট ৪০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন । ওই টাকা তিনি ঋণ নিয়েছেন মোট ৬টি ব্যাঙ্ক থেকে।
গত ২৮ এপ্রিল ওই কোম্পানির বিরুদ্ধে একটি মামলা করেছে সিবিআই।
৪১৪ কোটি টাকা ঋণের মধ্যে ১৭৩.১১ কোটি টাকা নেওয়া হয়েছে এসবিআই থেকে, ৭৬.০৯ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক থেকে, ৬৪.৩১ কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক থেকে, সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে ৫১.৩১ কোটি, কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ৩৬.৯১ কোটি ও আইডিবিআই ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে ১২.২৭ কোটি টাকা।
সিবিআই ওই কোম্পানির ডিরেক্টর নরেশ কুমার, সুরেশ কুমার, সঙ্গীতা ও কোম্পানির কয়েকজন আধিকারিকের নামে মামলা দায়ের করেছে।
অনেক তল্লাশির পরও কারোর কোনও সন্ধান পাওয়া যায়নি।
সিবিআইয়ের ধারণা,
নীরব মোদি, মেহুল চোকসির দেখানো পথেই ওই ব্যবসায়ী বিদেশে গা ঢাকা দিয়েছেন।