করোনা আবহে ৪ মাওবাদী খতম

0
1

ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অপারেশন সারল পুলিশ। শুক্রবারের এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ মাওবাদীর সঙ্গে এক পুলিশের সাব ইন্সপেক্টরের। অপারেশন স্থল ছত্তিশগড়ের রাজনন্দগাঁও। মনপুর থানার পারোনি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। শুরু হয় লড়াই। ঘটনাস্থল থেকে একটি এ কে ৪৭, একটি এসএলআর ও দুটি ৩১৫ বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়া পাওয়া গিয়েছে প্রচুর বোমা ও ল্যান্ড মাইন।