মৃত্যু চম্বলের ‘রবিনহুড’-এর

0
1

৪০০ খুন ও ৬০০ অপহরণের মামলা ছিল তাঁর নামে। গরিবের ‘রবিনহুড’ বলেই বিখ্যাত। চম্বলের সেই কুখ্যাত ডাকাত মোহর সিং দত প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৩ বছর।

একটা সময় বড় ব্যবসায়ী ও জমিদারদের অর্থ, সম্পত্তি লুঠ করে দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিতেন মোহর সিং। তবে শেষ বয়সে আর ডাকাতি নয়। করতেন সামাজিক কাজ। নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়ে দিতেন তিনি।

জমি নিয়ে বিবাদের জেরে ১৯৫৮ সাল থেকে ডাকাতি করতে শুরু করেন মোহর সিং। এক সময় তাঁর মাথার দাম ছিল দুলাখ টাকা। ১৯৭২ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ১৯৮২ সালে মুক্তি পাওয়া চম্বল কে ডাকু সিনেমায় অভিনয়ও করেছিলেন মোহর সিং।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহর সিং বলেন, নাবালক হওয়ায় তাঁকে কোনও ডাকাতের দলে নেওয়া হয়নি। তিনি দেড়শো জনের একটি ডাকাত দল তৈরি করেছিলেন। পুলিশের চোখকে ফাঁকি দিয়েছেন বহুবার। মোহর সিং বলতেন, তিনি ও তাঁর দলের সদস্যরা মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তাই তাঁদের আশীর্বাদেই বারবার বেঁচে যেতেন তাঁরা।