করোনাকে হারিয়ে যুদ্ধ জয় করলেন ১০৭ বছরের বৃদ্ধা। মারণ ভাইরাসের কোপ ভয়াবহ বিপদ ডেকে আনছে বয়স্কদের ক্ষেত্রে। এ বিষয়ে বারবার সতর্ক করেছেন চিকিৎসকরা। কিন্তু সেই মারণ ভাইরাসের কাছে মাথা নোয়ালেন না মেরিলি শাপিরো। শুধু করোনা নয়। মাত্র ৬ বছর বয়সে স্প্যানিশ ফ্লু- এর সঙ্গেও যুদ্ধে জিতে ফেরেন তিনি।
কিছুদিন আগে মেরিলি শাপিরোর দেহে করোনার লক্ষণ দেখা যায়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই কোভিড -১৯ পজিটিভ আসে। একটা সময় তাঁর অবস্থা এতটাই সংকটজনক হয়ে ওঠে যে হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
মাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পেরে খুশি তাঁর সন্তানরা। বৃদ্ধার মেয়ে জোয়ান শাপিরোর বলেন, “১৯১৪ স্প্যানিশ ফ্লু তে আক্রান্ত হন আমার মা। তখন বয়স ছিল মাত্র ৬ বছর। স্প্যানিশ ফ্লু-য়ের মত রোগকে জয় করেন সেই সময়। আবার করোনার কামড় থেকে সুস্থ হয়ে উঠলেন।”




























































































































