পুলওয়ামা এনকাউন্টার: ফাঁস জঙ্গিদের কল রেকর্ড

0
1

মঙ্গলবার পুলওয়ামার বেইঘপোরা গ্রামে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু। জানা গিয়েছে, রিয়াজের গতিবিধি সেনাকে জানিয়েছিল হিজবুলের বিপক্ষ জঙ্গি গোষ্ঠী। এবার সামনে এলো সেই জঙ্গি সংগঠনের নাম। ওই সংগঠন যে সেনাকে খবর দিয়েছিল প্রমাণ মিলেছে তারও। এনকাউন্টারের আগে রিয়াজের সহকারীর করা একটি ফোন থেকে উঠে এসেছে সেই তথ্য।

প্রকাশ্যে এসেছে একটি ফোন কলের রেকর্ড। যেখানে শোনা যাচ্ছে, এনকাউন্টারের চলাকালীনই ওয়াহিদ ভাই নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছে রিয়াজ নাইকুর সহকারী। ওই সহকারী ফোনে বলে, “পুলওয়ামার বেইঘপোরায় ফেঁসে গিয়েছি। আমি চোট পেয়েছি। কিন্তু রিয়াজ ভাই লড়ছে। এই কাজের পেছনে রয়েছে তানজিম।”

জানা যাচ্ছে, রিয়াজের সঙ্গী যে তানজিমের কথা উল্লেখ করেছিল। সেটা আদতে দ্য রেসিসটেন্স ফ্রন্টের সঙ্গে যুক্ত কোনও সংকেত। আবার ওই জঙ্গি সংঠনের কারোর নাম। কাশ্মীরে লস্কর-ই-তৈবার প্রধান শাখা হিসেবে কাজ করে এই জঙ্গি সংগঠন টিআরএফ। দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। কল রেকর্ড থেকে তা স্পষ্ট।