কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল করছেন মুখ্যমন্ত্রী। তৎপরতার সঙ্গে কাজ চলছে। 2000 বেড হবে। ইতিমধ্যেই 500র বেশি বেড চালু। 40 জন রোগীও আছেন। অন্যদের সঙ্গে তৎপর ডাঃ নির্মল মাজি। মন্ত্রী এখানকার প্রাক্তন ছাত্রও বটে। এখানে যা ব্যবস্থা তাঁরা করছেন, তাতে কোমর্বিডিটির বিপদও কমানো যাবে। কারণ অন্যান্য বড় অসুখের চিকিৎসা, অপারেশনসহ সব ব্যবস্থা রয়েছে। ফলে করোনার সঙ্গে অন্য রোগ থাকলেও তার যথাযথ চিকিৎসা হবে। নির্মলবাবু অন্যান্য কাজের মধ্যে নিয়ম করে রোজ মেডিকেলে ছুটছেন যাতে কোনো ঘাটতি না থাকে।





























































































































