পাঞ্জাবে ভেঙে পড়ল মিগের যুদ্ধ বিমান। শুক্রবার প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে বায়ুসেনার মিগ। বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। হেলিকপ্টার পাঠিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন পাইলট।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাঞ্জাবের জলন্ধরে শহিদ ভগৎ সিংহ নগরের চুহারপুর গ্রামে এই ঘটনা ঘটে। বায়ুসেনা সূত্রে খবর, “এদিন প্রশিক্ষণ চলছিল। হঠাৎই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলট চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারেননি। কোনও রকমে বেরিয়ে আসেন তিনি। হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।”
কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি হবে বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে এই মিগ-২৯ ব্যবহার করা হয়েছিল।