করোনার কোপ এবার হোয়াইট হাউসে

0
1

কিছুতেই বাগে আসছে না করোনা। দুর্বিষহ অবস্থা আমেরিকার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। এবার করোনা সংক্রমণের শিকার হয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সামরিক সহযোগী। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হোয়াইট হাউস জুড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কোভিড ১৯ পরীক্ষা করা হয়। তবে দুজনের রিপোর্টই নেগেটিভ বলে জানা গিয়েছে।

আক্রান্ত ব্যক্তির কোনও পরিচয় প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। তবে জানা যাচ্ছে তিনি মার্কিন নৌবাহিনীর সদস্য। ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক হিসাবে কাজ করতেন। ফলে মার্কিন প্রেসিডেন্টকে নিয়েও আশঙ্কা তৈরি হয় হোয়াইট হাউজের অন্দরে। তৎক্ষণাৎ তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয় সুরক্ষার জন্য ট্রাম্পের কোভিড পরীক্ষা হবে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।