ত্রিকোণ প্রেমে স্বামীর সামনেই খুন মহিলা! থানায় আত্মসমর্পণ প্রেমিকের

0
1

ত্রিকোণ প্রেমের জেরে ফের এক খুন। এবার ঘটনা হুগলি জেলার চুঁচুড়ায়। ত্রিকোণ প্রেমের জেরে খুন হলেন এক মহিলা। মৃতার নাম ছবি দে (৪৪)। বাড়ি চুঁচুড়া সত্যপীরতলা এলাকায়। এলাকার মহকুমা শাসকের অফিস সংলগ্ন একটি মাঠে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন। মাঠের কাছে আচমকাই তাঁর প্রেমিক তারক মণ্ডল ধারাল অস্ত্র দিয়ে ছবিদেবীকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। এই ঘটনার পর অভিযুক্ত তারক মন্ডল চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।