কলকাতার হাসপাতালেই মৃত্যু আন্দামানের বাঙালি অভিজিৎ সরকারের

0
2

সুনামি কেড়েছিল ভবিষ্যৎ আর লকডাউন কেড়ে নিল শেষ দেখার সুযোগটুকুও। কিডনির অসুখ নিয়ে আন্দামান থেকে কলকাতায় এসেছিলেন। ইচ্ছা বলতে শুধু একটাই ছিল। ছেলের হাত ধরে আবার ফিরবেন। কিন্তু তা আর হলো না। পৃথিবী ছেড়ে চলে যেতে হল আন্দামানের বাসিন্দা অভিজিৎ সরকারকে।

কিডনির অসুখ নিয়ে এপ্রিল মাসে আন্দামান থেকে কলকাতায় এসেছিলেন। পাঁচ পাচটি হাসপাতাল ঘুরে মাথা গোঁজার ঠাঁই পান এস এস কে এম হাসপাতালে। ছেলের পরীক্ষা চলছিল, তাই পরিবার নিয়ে চিকিৎসা করাতে আসতে পারেননি তিনি। ক্রমশই অবস্থার অবনতি হতে থাকে। রোজ দেখাশোনা করতেন তাঁর শ্যালক ও মেসোমশাই।
আন্দামানে নিজেদের একটা ব্যবসা ছিল সরকার পরিবারের। কিন্তু সুনামি এসে সব তছনছ করে দিয়েছিল। এবার লকডাউন কেড়ে নিল শেষ দেখার সুযোগটুকু।
পোর্ট ব্লেয়ারের ছোট্ট দু’কামরার ঘরে বসে তাঁর স্ত্রী শম্পা ও ছেলে সাগ্নিক সরকার। চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁরা বুঝেছিলেন শেষ লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো। বাবাকে হারিয়ে, সাগ্নিকের শুধু একটাই ইচ্ছা ছিল “বাবার শেষকৃত্য যেন যথাযথ ভাবে সম্মানের সাথে হয়।” সাগ্নিকের মামা শেষকৃত্য করেন।