বিশেষ চাহিদাসম্পন্ন মাকে জ্যান্ত কবর দিল ছেলে

0
2

মা বিশেষ চাহিদাসম্পন্ন। এদিকে ছেলের আর্থিক অবস্থা ভালো না। তাই তাঁকে দেখভাল করতে চান না ছেলে। সুযোগ বুঝে ফাঁকা কবরস্থানে মাকে মাটি চাপা দিয়ে দেয় গুণধর। এদিকে শাশুড়ি বাড়ি না ফেরায় সন্দেহ হয় পুত্রবধূর। পুলিশের দ্বারস্থ হন তিনি। তারপরই ফাঁস হয় বৃদ্ধার ছেলের কীর্তিকলাপ।

ঘটনা উত্তর চিনের। ওই বৃদ্ধার বয়স ৭৯ বছর। ছেলে ইয়াংয়ের আর্থিক অবস্থা সচ্ছল নয়। তাই বিশেষ চাহিদা সম্পন্ন মাকে জ্যান্ত কবর দিতে চেয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ২ মে হুইল চেয়ারে মাকে নিয়ে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। ঘণ্টাখানেক পর বাড়ি ফেরেন তিনি। কিন্তু তাঁর মা আর ফেরেননি। এভাবে তিনদিন কেটে যাওয়ায় বৃদ্ধার পুত্রবধূ খবর দেয় পুলিশে। পুলিশ জানতে পারে শানজাই গ্রামের এক কবরস্থানে মাটি চাপা দিয়ে মাকে রেখেছে ছেলে। মাটিচাপা অবস্থাতেই সাহায্য চেয়েছিলেন বৃদ্ধা। কিন্তু গলার স্বর ক্ষীণ হওয়ায় বুঝতে পারেননি কেউ। শেষমেশ উদ্ধারকারীরা ওই বৃদ্ধাকে কবরস্থান থেকে উদ্ধার করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।