৩ দিনের মদ বিক্রিতে সর্বকালীন রেকর্ড!

0
1

লকডাউনের বাজারে ৬ তারিখ পর্যন্ত রাজ্যে মদের রেকর্ড বিক্রি হক। ৩ দিনে ১০৮ কোটি ১৬ লক্ষ টাকার বিকিকিনি হয়েছে। যা আজ পর্যন্ত সব রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে বলে দাবি রাজ্যের হোটেল ও বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুস্মিতা মুখোপাধ্যায়ের। তিনি জানান, রাজ্যের আয় হয়েছে প্রায় ৭০ কোটি।

তবে ভিড় এড়াতে হোম ডেলিভারি কতটা সার্থক হবে তা নিয়ে সংশয়ে সুস্মিতা। এছাড়াও এলাকা ভিত্তিক সীমানা মেনে চলা বড় সমস্যা বলে মত তাঁর। তবে প্রশাসন সহযোগিতা করলে সমস্যা হবে না। এতদিন বন্ধ থাকার পর দোকান খোলার পর যে ভিড় হয়েছিল, তা ক্রমশ কমছে। আমদানি-রফতানি ঠিক থাকলে পরিস্থিতি আগের মতোই হয়ে যাবে বলে মনে করছেন সবাই।