দ্রুত লকডাউন তোলার চেষ্টা আত্মহত্যার শামিল হবে, বললেন হু’র কর্তা

0
1

দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কোন দেশ যদি লকডাউন তুলে নেয় তাহলে কিন্তু তা আত্মহত্যারই সমান হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন অনেকেই দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য এই পথ নিচ্ছে। কিন্তু তা সঠিক হবে না। পরিস্থিতি বিবেচনা করে এবং বিশেষজ্ঞরা অনুমতি দিলে তবেই লকডাউন তোলা হোক। আধানম নিজে একজন আন্তর্জাতিক মাইক্রোবায়োলজিস্ট এবং ম্যালেরিয়া নিয়ে তার গবেষণা রয়েছে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বহু জায়গায় ভয়াবহ পরিস্থিতি হলেও লকডাউন শিথিল করার কারণেই মূলত হু’র ডিরেক্টর একথা বলেন। একথা যে ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য তা বলার অপেক্ষা রাখে না।