নভেল করোনাভাইরাস মহামারির পটভূমিতে আজ বৃহস্পতিবার মালদ্বীপ থেকে দেশে ফিরছেন ৪০০ বাংলাদেশি।
গতকাল বুধবার ঢাকায় প্রবাসী কর্মীদের ফেরত আনা নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পঞ্চম আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মালদ্বীপ থেকে আজ দেশে ফিরবেন ৪০০ বাংলাদেশি । মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ১৫০০ জনকে পাঠাবেন। অবশ্যই তাঁদেরকে গ্রহণ করা হবে। মালদ্বীপে প্রবাসীদের যাতে সমস্যা না হয় সে জন্য খাবার দেওয়া হয়েছে। আগামীদিনে আরও দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউএইতে প্রচুর প্রবাসী বাংলাদেশি আটকে আছেন। ইউএই সরকার সবাইকে বলছে নিয়ে আসতে। শুধু আমরা আনছি না, পাকিস্তান ও ভারত আনছে। ভারতের প্রায় এক লাখ ৯৭ হাজার কর্মীকে ইউএই থেকে ফেরত নেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যাঁরা আসতে চান অবশ্যই তাঁদের আমরা নিয়ে আসব।
জানা গিয়েছে, আজ রাতের দিকে এই বাংলাদেশিদের দেশে পা রাখার কথা। তারা ফিরলেও এখনই বাড়ি ফিরতে পারবেন না ।তাদের ১৪দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপরই তাদের ঘরে ফেরার ছাড়পত্র মিলবে ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.




























































































































