সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশ কার্যকরী করার লক্ষে পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আজ, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ওই পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়ার পুরোটাও তাঁরা বহন করবেন বলেও জানালেন।
সম্পূর্ণ বিষয়টি কার্যকরী করার লক্ষে এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সমস্ত যোগাযোগ ইত্যাদির জন্য ডা. মায়া ঘোষ এবং প্রশান্ত দত্তকে পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করলেন সোমেন মিত্র।