একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে, লকডাউন। এই সাঁড়াশি চাপে রাজ্য জুড়ে হাহাকার রক্তের। আর তার মধ্যে যাঁদের জরুরি ভিত্তিতে রক্ত দরকার তাঁদের চাহিদা মেটাতেই নাভিশ্বাস উঠছে।
এই আবহের মধ্যেই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন জেএনরায় হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর কলকাতার এই হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে কর্তৃপক্ষ, এমনকি যারা রক্তদান করেন তারা প্রত্যেকেই লকডাউন এর নিয়মবিধি মেনে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে রক্তদান করেন।
উদ্যোক্তাদের পক্ষে সজল ঘোষ বলেন, লকডাউনের মধ্যে রক্তের যে হাহাকার দেখা দিয়েছে এই রক্ত মানুষের প্রয়োজনে লাগবে বলে আমরা মনে করি। লকডাউনে আমরা সব সময় করোনা আক্রান্তদের পাশাপাশি সাধারণ রোগীদের পাশে আছি। যে কোনও প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত জেএনরায় হাসপাতাল।
এদিন ৩০জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হয় ।





























































































































