করোনাভাইরাসের মোকাবিলায় সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। বৃহস্পতিবার, বাসিন্দাদের সচেতন করতে রাজা রামমোহন, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ সেজে রাস্তায় হাঁটলেন অনেকে। লকডাউনের সময় অযথা বাড়ির বাইরে না বেরনো, মাস্ক পরা এইসব বিষয়ে প্রচার করা হয়। পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না”।