রাজ্যে সচিব পর্যায়ে রদবদল

0
1

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব হলেন খলিল আহমেদ৷ তিনি বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার৷ পুর দফতরের সচিব পদটি খলিল আহমেদের অতিরিক্ত দায়িত্ব৷ পুর ও নগরোন্নয়ন দফতরের বর্তমান সচিব সুব্রত গুপ্তকে পাঠানো হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের সচিব পদে৷ ওদিকে দীর্ঘদিন কম্পালসারি ওয়েটিং-এ থাকা মনোজ আগরওয়াল হলেন দমকল সচিব৷ এই পদটি এখন খলিল আহমেদের অতিরিক্ত দায়িত্ব৷