জুন-জুলাইতে আরও বিপদ, আপাতত থাকবে করোনা

0
1

জুন-জুলাইতে আরও বাড়বে করোনার বিপদ। এবং কতটা বাড়বে, তা নির্ভর করবে লকডাউনের সাফল্যের উপর।

এইমসের অধিকর্তা থেকে একাধিক বিশেষজ্ঞ, সকলেরই এই একই মত।
গবেষকরা বলছেন, আপাতত করোনা থেকে যাবেই। ফলে লকডাউন উঠলেও দূরত্ব, মাস্ক, হাত ধোয়া, ভিড় এড়ানো, কম বেরোন- এগুলো অদূর ভবিষ্যতে চালিয়ে যেতেই হবে।