২৩ অগাস্ট JEE জেইই অ্যাডভান্সড, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

0
1

জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (অ্যাডভান্সড) তারিখ ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আগামী ২৩ অগাস্ট ওই পরীক্ষা হবে বলে বৃহস্পতিবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, জেইই অ্যাডভান্সড-এর মাধ্যমে দেশের আইআইটিগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক এদিন জানান, ২৩ অগাস্ট জেইই অ্যাডভান্সড অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা হবে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ২৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন পোখরিয়াল।