বুধবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি রিয়াজ নাইকু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীরের পুলওয়ামা। রিয়াজ এবং জঙ্গিদের সমর্থনকারী স্থানীয় পাথরবাজরা নিরাপত্তারক্ষীদের গাড়িতে ভাঙচুর চালায়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। অবন্তীপোরার বেইঘপোরায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে বলে খবর পায় নিরাপত্তারক্ষীরা। এরপর ওই দিন রাতেই কাশ্মীর পুলিশ, ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিফের যৌথ অভিযান চালায়। গুলির লড়াইয়ে নিহত হয় রিয়াজ সহ বেশ কয়েকজন জঙ্গি। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। বুধবার পরিস্থিতি সামাল দিতে গিয়ে পাথরবাজদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যৌথ বাহিনীর সদস্যদের।































































































































