করোনা পরিস্থিতির সঙ্গে এবার ৯/১১ র হামলার তুলনা ট্রাম্পের

0
1

করোনা নিয়ে লাগাতার চিনকে কোণঠাসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজের যুক্তির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। এবার ৯/১১ -এর জঙ্গি ‘আক্রমণের’ সঙ্গে করোনা পরিস্থিতির তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের দেখা সবথেকে বড় আক্রমণ। যা পার্ল হারবারের ঘটনার চেয়েও খারাপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১ র হামলার থেকেও ভয়ঙ্কর।

এদিকে আইএমএফ জানিয়েছে, করোনার কারণে অর্থনৈতিক মন্দা হবে আমেরিকায়। এবার মাইনাস ১৫-২০ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি দেখবে বলে মত আইএমএফ। এই পরিস্থিতির শেষ কবে হয়েছে তা মনে করতে পারছেন না সেদেশের অর্থনীতিবিদরাও।