সদ্যোজাত কন্যার নাম ‘করোনা’ রাখলেন অপরূপা

0
1

করোনা আবহে জন্ম, তাই সন্তানের ডাকনাম ‘করোনা’ রাখলেন সংসদ অপরূপা পোদ্দার। রমজান মাসে, বুদ্ধ পূর্ণিমার দিন দ্বিতীয় সন্তানের মা হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার, শ্রীরামপুরের এক নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন তৃণমূল সাংসদ। বিশ্বজুড়ে করোনা অস্থিরতার অবসান ঘটার প্রত্যাশায় সদ্যোজাত সন্তানের ডাকনাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অপরূপা ও তাঁর স্বামী, রিষড়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাকির আলি। তবে মেয়ের ভালো নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন তাঁরা। লকডাউন চলছে, তাই কলকাতার হাসপাতালে যাওয়ার ঝুঁকি না নিয়ে শ্রীরামপুরেই সাংসদকে ভর্তি করা হয়েছিল। এদিন সকালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরিবার সূত্রে খবর, সদ্যোজাতকে নিয়ে সুস্থ আছেন অপরূপা।