দেশের প্রত্যেকটা রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চেষ্টা করেও দমন করা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে, ক্রমশই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। আহমেদাবাদে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০০। এবং মৃতের সংখ্যা আড়াইশোর বেশি।
আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ার ফলেই বৃহস্পতিবার থেকে আহমেদাবাদের সমস্ত দোকান। শুধুমাত্র ওষুধের দোকান এবং যেসব দোকানে দুধ পাওয়া যাচ্ছে সেইসবই খোলা থাকবে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানকার প্রশাসন।
আহমেদাবাদ শহরের মিউনিসিপাল কমিশনার মুকেশ কুমার নোটিস দিয়ে জানিয়েছেন, ৭ তারিখ মধ্যরাত থেকে ১৫ মে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সবজির বাজার, ফলের দোকান, মুদি দোকান ও অন্যান্য দোকানও।































































































































