“পিপিই পরে কাজ করা সমস্যার,” করোনা চিকিৎসায় নিযুক্ত জানালেন নিজের অভিজ্ঞতা

0
3

করোনা মোকাবিলায় দিনরাত এক করে লড়াই করছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সুরক্ষার জন্য বাধ্যতামূলকভাবে পিপিই পরতে হচ্ছে। অপ্রতুল পিপিই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু এই পিপিই পরে কাজ করার অভিজ্ঞতা কেমন তা জানাচ্ছেন এক নার্স। মহারাষ্ট্রের নাগপুরের এক হাসপাতালে কোভিড ওয়ার্ডে কাজ করছেন রাধিকা ভিনচুরকর।

গত একমাস ধরে একটানা রোগীদের শুশ্রূষা করে বাড়ি ফিরেছেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুধু কোভিড ওয়ার্ডে নয়, “হাসপাতালে থাকাকালীন সব সময় পিপিই পরতে হয়। যা পরে কাজ করা অত্যন্ত চাপের। এদিকে সংক্রমণের ভয়ে তা খুলে রাখা যাবে না। একবার ব্যবহার করার পর ওই পিপিই নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হয়। আবার করোনা রোগীদের সঙ্গে কাজ করাও খুব কঠিন। যেসব রোগীর অবস্থা তুলনামূলকভাবে ভালো তারা মনে করেন তাদের অহেতুক হাসপাতালে রাখা হচ্ছে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে হয় নার্সদের। এই সবকিছুই সামলাতে হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে। “