কাদের জন্য করোনা ছড়ালো? দিল্লির টিমকে নিয়ে বিতর্ক

0
1

দিল্লি থেকে যে টিম এসেছিল, তাদের জন্য করোনা ছড়ালো তাদের প্রহরী বিএসএফ জওয়ানদের মধ্যে?

নাকি বাংলার নানা প্রান্তে ঘোরার জন্য তারাই বিপদে? দিল্লিতে নাকি টিম সদস্য অপূর্ব চন্দ্রদেরই আইসোলেশনে রাখা হয়েছে।
এনিয়ে তরজা তুঙ্গে।
তৃণমূল সূত্রে বলা হয়েছে, দিল্লি থেকেই বিপদ এসেছে।
স্বভাবতই উল্টোশিবির ভিন্নমত।