করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা সব থেকে কম। এই তথ্যই সামনে আসছে। ৪ মে প্রকাশিত এক তথ্যপঞ্জি বলছে, প্রতি ১ কোটি জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১২৬। আক্রান্তের সংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গের স্থান সপ্তম।
প্রতি ১ কোটি জনসংখ্যা অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা দিল্লিতে সবথেকে বেশি। ২৪৪৯ জন। দ্বিতীয় মহারাষ্ট্র। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২১২। ৮৯৩ জন আক্রান্ত গুজরাটে। দেশের মধ্যে তৃতীয় স্থানে গুজরাট ও চতুর্থ তামিলনাড়ু। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন। সারা দেশে করোনা আক্রান্তের নিরিখে রাজস্থান রয়েছে পঞ্চম স্থানে। আক্রান্তের সংখ্যা ৩৮৩। ৩৫৯ জন করোনা আক্রান্ত মধ্যপ্রদেশ রয়েছে ষষ্ঠ স্থানে।