সম্প্রতি, এ রাজ্যের করোনা পরিস্থিতি সরেজমিনে দেখতে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। কলকাতায় এই দলের সদস্যরা ছিলেন বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে বিএসএফ সদর দরতরে। খুব স্বাভাবিকভাবেই তাঁদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএসএফ জওয়ানরা। এবার তাঁদের মধ্যে থেকেই ৬ জন জওয়ান কোভিড-১৯ আক্রান্ত বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে খবর, যে ৬ জন জওয়ান করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ২ জন গাড়ির চালক এবং এক জন অপারেটার রয়েছেন।
আক্রান্ত ওই জওয়ানদের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সংস্পর্শে থাকা আরও ৫০ জন জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রায় সপ্তাহখানেক শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্ত, হাসপাতাল এবং মৃত ও আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। এই জওয়ান এবং চালকরাও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন।
এরপর গত সোমবারই ওই দল দিল্লি ফিরে যায়। আর ওইদিনই কেন্দ্রীয় দলের পরিষেবা দেওয়া পাইলটের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে বাকিদেরও পরীক্ষা করা হয়। আর তাঁদের মধ্যে থেকেই ৬ জনের পরীক্ষার ফল পজেটিভ আসে।




























































































































