কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বহরমপুর ফিরল ট্রেন

0
1

কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন পৌঁছল বহরমপুরে। ১২২৪ জন শ্রমিক নিয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বহরমপুর কোট স্টেশনে পৌঁছয় ট্রেন। স্টেশনে পৌঁছনোর পরে সবার স্ক্রিনিং করা হয়। সেখান থেকে শ্রমিকদের বাড়ি পৌঁছনোর জন্য ৬৫টি বাসের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল সরকার। যাত্রীদের মধ্যে বেশিরভাগ শ্রমিক মুর্শিদাবাদের। এছাড়াও নদিয়া জেলার অনেকে রয়েছেন।

ওই পরিযায়ী শ্রমিকদের ফুল স্ক্রিনিং পরে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়। তাঁদের বাড়িতেই ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।