কলকাতা মেডিকেল কলেজ বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ করোনা হাসপাতাল, জানালেন মুখ্যমন্ত্রী

0
1

রাজ্যে করোনা চিকিৎসার পরিকাঠামো আরও সুদৃঢ় করতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গ এবং ‘ডেডিকেটেড’ করোনা হাসপাতাল করা হচ্ছে৷ রাজ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা বিশেষভাবে করতেই এই সিদ্ধান্ত ৷ ৭মে থেকেই এই হাসপাতাল কাজ শুরু করবে৷

এক টুইট বার্তায় বুধবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, মেডিকেল কলেজে আপাতত ৫০০ শয্যা দিয়ে শুরু হবে এই করোনা হাসপাতাল৷ এখানে SARI চিকিৎসাও হবে৷ ভবিষ্যতে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে। তিনি বলেছেন, এই হাসপাতালটি রাজ্যের ৬৮তম ডেডিকেটেড করোনা হাসপাতাল৷