করোনা রুখতে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বাড়ালো জাপান সরকার

0
1

করোনা রুখতে জরুরি অবস্থা বাড়ালো জাপান সরকার। ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে সে দেশের সরকার। সোমবার সরকারের বিশেষ চ্যানেল বৈঠকে বসে। ওই বৈঠকেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ বলেন ৩১ মে পর্যন্ত জাপানে জরুরি অবস্থা জারি থাকবে।

জাপানে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার জন। মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জনের। ৮ এপ্রিল থেকে জাপানে জারি করা হয় জরুরি অবস্থা। প্রথম দফায় জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৬ মে। পরিস্থিতি বিবেচনা করে ৩১ মে অবধি জরুরি অবস্থা বাড়াল জাপান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ বলেন, করোনা মোকাবিলায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হলো। সাধারণ মানুষকে নিষেধ করলেও রাস্তায় বেরোচ্ছেন তাঁরা। তাদের সতর্ক হতে বলছে প্রশাসন।