করোনার প্রতিষেধক তৈরিতে সফল ইতালি, দাবি গবেষকদের

0
1

কোভিড ১৯ এর জেরে মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি। মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজারের। আপাতত ইউরোপের বিভিন্ন দেশ, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্সে চলছে মৃত্যুমিছিল। এরই মধ্যে ইতালিতে তৈরি হয়েছে করোনার প্রথম প্রতিষেধক। দাবি সেখানকার গবেষকদের।

ইতালির গবেষকরা জানাচ্ছেন, ইঁদুরের দেহে কোভিডের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করেছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই টিকা ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গিয়েছে। এবার এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা মিলবে এমনই আশা করছেন সেখানকার গবেষকরা।

ভ্যাকসিনটি বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লুইগি আরিসিচিও জানান, এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত। এটিই বিশ্বের প্রথম ভ্যাকসিন যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম। গবেষকরা প্রায় এই গবেষণার শেষ পর্যায়ে রয়েছে।

কবে বাজারে আসতে চলেছে এই ভ্যাকসিন? অপেক্ষা তারই।