বাংলার মানুষকে নিজ রাজ্যে ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ সরকার: আলাপন

0
1

বাংলার মানুষকে নিজ রাজ্যে ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ সরকার। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের মাসিক ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে আটকে পড়া আড়াই লক্ষ শ্রমিক এতে উপকৃত হচ্ছেন। তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিভিন্ন তীর্থক্ষেত্রে অনেকে আটকে পড়েছেন। তাঁদের নিজস্ব বাস রয়েছে। তাঁরা সরকারের কাছে ফেরার অনুমতি চাইছেন। তাঁদের ফেরানোর জন্য রাজ্য একটি নতুন অ্যাপ চালু করছে। তার মাধ্যমে আবেদন করা যাবে। তবে ভিন রাজ্য থেকে যাঁরাই আসবেন, তাঁদের হেলথ প্রোটোকল অর্থাৎ নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। যেসব রাজ্যে করোনার প্রাদুর্ভাব বেশি, সেসব রাজ্য থেকে আগতদের উপর বিশেষ নজর দেওয়া হবে।

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সীমানায় কাউকে আটকে রেখে কষ্ট দেওয়া সরকারের উদ্দেশ্য নয়। কিন্তু বিধি মেনেই তাঁদের রাজ্যে ঢুকতে হবে।
ভিন রাজ্যে পড়তে যাওয়া পড়ুয়াদের ফিরিয়ে আনার বিষয়ে অত্যন্ত তৎপর রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিব জানান, তাঁদের ফিরিয়ে আনার জন্য অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলা। তিনি নিজে অন্যান্য রাজ্য প্রশাসনের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন। কোটা থেকে ছাত্রদের ফিরিয়ে আনার সময় প্রত্যেকটি চেকপোস্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সুষ্ঠু ভাবে, নিরাপদে বাংলার মানুষকে রাজ্যে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য বলে জানান স্বরাষ্ট্রসচিব।