পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা অন্তঃশুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

0
1

আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভারতীয়রা। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল অন্তঃশুল্ক। পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই বর্ধিত অন্তঃশুল্ক। তবে সরকারি সূত্রের দাবি, এর ফলে পেট্রোল, ডিজেলের দামে বিশেষ বদল আসবে না। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা ক্রেতারা পাবেন না। তবে এই অন্তঃশুল্ক বাড়ানোর ফলে ক্রেতাদের উপরে নতুন করে কোনও চাপ না পড়লেও সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসবে। যা এই সময়ে খুবই দরকার।