ফের পড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে জুন গোল্ডের দর অনুযায়ী প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০ টাকা পড়ার ফলে দাঁড়িয়েছে ৪৫,৬৫০ টাকা। এর আগে মঙ্গলবারেও সোনার দামের পতন হয়। তবে এদিন দাম বেড়েছে রুপোর।
০.৫% দাম চড়ার ফলে প্রতি এককেজি রুপোর দাম যাচ্ছে ৪২,১৩৪ টাকা।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও সোনার দামের পতন হয়েছে। স্পট গোল্ড ০.১% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৭০৪.৮৮ ডলার। পাশাপাশি, এ দিন রুপোর দাম ০.১% পতনের জেরে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১৫.০১ ডলার।
কোটাক সিকিউরিটি জানিয়েছে, সোনার দাম আউন্স প্রতি আউন্স ১,৭০০ ডলারের কাছাকাছি রয়েছে। জানা গিয়েছে, আমেরিকা-চিন সম্পর্কের অবনতি, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ, বিশ্বের প্রধান ব্যাঙ্কগুলির আর্থিক নীতি শিথিল করায় সোনার দামের ওপর প্রভাব পড়ছে।































































































































