নভেল করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে আক্রান্ত হয়েছেন পৃথিবীর ৩৫ লক্ষেরও বেশি মানুষ। শুধুমাত্র আমেরিকাতেই কোভিড সংক্রমণ ঘটেছে ১১ লক্ষের বেশি মানুষের শরীরে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় দফায় নতুন করে সংক্রমণ ছড়াতে পারে আমেরিকায়। যার প্রভাব আরও মারাত্মক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,২৩,৮৮৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬,৬৪৮ জনের। আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৮৮,১২২। মৃত্যু হয়েছে ৬৮,৫৯৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৭৮,২৬৩ জন। সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৩,৬৫,৩১০। সংক্রমণে মৃত ২,৪৮,২৫৬। করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,৫৩,৯৯৭ জন। আমেরিকার পাশাপাশি পরিস্থিতি ভয়াবহ ইউরোপেও। এখানকার করোনা এপিসেন্টার ইতালিতেই এখনও পর্যন্ত সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২,৪৭,১২২। মৃত্যু হয়েছে ২৫,২৬৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮,৫৫৮ জন। করোনা আক্রান্তের সংখ্যা স্পেনের থেকে পিছিয়ে থাকলেও মৃত্যুসংখ্যায় শীর্ষে ইতালি। এখানে করোনা সংক্রমণে মৃত ২৮,৮৮৪। এরপরই রয়েছে ব্রিটেন, যেখানে করোনায় মৃত ২৮,৪৪৬। এরপরই স্পেন, ফ্রান্সের মৃত্যুমিছিল। পিছিয়ে নেই জার্মানিও। সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও।





























































































































