কেরলের পর পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় দেশে উদাহরণ, বললেন ডেরেক

0
3

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কেরালার পর পশ্চিমবঙ্গ দেশে উদাহরণ। বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন করোনা মোকাবিলায় আমরা যথেষ্ট তৎপর। মুখ্যমন্ত্রী দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, গতকাল রাতে দল পাঠানোর কথা রাজ্যকে জানায় কেন্দ্র।

তৃণমূলের লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। পথে নেমে মানুষকে সচেতন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য যা করেছে তা নিশ্চিতভাবে দেশে নজির ও কৃতিত্ব। কেন্দ্র প্রমাণ করার চেষ্টা করছে করোনা মোকাবিলায় বাংলা পিছিয়ে। ভুয়ো হোয়াটসঅ্যাপে তা প্রমাণ করার চেষ্টা চলছে। বাংলা সম্পর্কে ভুল ধারণা তৈরির আপ্রাণ চেষ্টা চলছে। রাজ্যগুলির সাহায্যার্থে ২০টি দল পাঠানো হচ্ছে। গতকাল রাতে কেন্দ্র জানায় গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রে তিনটি করে দল পাঠানো হচ্ছে। বাংলা, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে একটি করে দল আসছে। এর অর্থ বাংলার অবস্থা অন্য রাজ্যের থেকে ভালো। কারণ, বাংলা আগে থেকেই ব্যবস্থা নিয়েছে। এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া দেওয়ার দাবি ফের তোলেন।

প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র নয়, দেশের রাজ্যগুলি মূল ভূমিকায় রয়েছে। পরিযায়ী শ্রমিকদের টিকিটের দাম দেওয়ার বিষয়টি সত্যি বেদনাদায়ক।