অনেক কিছু বদলাতে দেখেছেন কিন্তু বউ বদল দুই ভাই এই বউ বদলএর কথা শুনেছেন কখনও? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটল সরিষাবাড়ি পুরসভায় আরামনগর এলাকায়। যা দেখে আশপাশের সবাই রীতিমতো তাজ্জব বনে গিয়েছে। কিন্তু কেন করলো দুই ভাই এই বউ বদল?নেপথ্যের কাহিনী আরও চমকপ্রদ ।
স্থানীয় ও পরিবারিক সুত্রে জানা গিয়েছে, আব্দুল ওয়ারেছ আলীর পুত্র মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী সালমা বেগমের বিয়ে হয়।
তার কিছু দিন পর ছোট ছেলে ইউসুফ আলীর সঙ্গে নাছিমা আক্তারের বিয়ে হয়। গত এক মাস আগে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়গঞ্জে বসবাস করছে বলে জানা গিয়েছে।
শেষপর্যন্ত ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিয়ে করে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথম দিকে কেউ না জানলেও, এখন জানাজানি হওয়ায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে পুরো পরিবারকে।
গত কয়েকদিন ধরে এলাকাবাসী বউ বদলের ঘটনা দেখতে বাড়িতে ভিড় করছেন।
দুই ভাইয়ের মা মনোয়ারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, আমার বড় ছেলে মজনু মিয়া তার বিবাহীতা স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ছেলে ইউসুফ আলীর স্ত্রী নাছিমাকে গোপনে বিয়ে করে পালিয়েছিল।
পরে ছোট ছেলে ইউসুফ আলী তার বড় ভাই মজনু মিয়ার স্ত্রী সালমাকে বিয়ে করে ঘর সংসার করছে। এ নিয়ে আমরা দুজন চিন্তায় আছি। সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেছেন, এধরনের ঘটনা বেনজির ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        



























































































































