এখন মনে হচ্ছে আমেরিকায় মৃত্যু ১ লাখও হতে পারে: ট্রাম্প

0
3

করোনা বিপর্যয় যে পরিস্থিতি তৈরি করেছে তাতে আমেরিকায় মৃত্যুসংখ্যা ১ লাখ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন বিভিন্ন বিশেষজ্ঞরা যে আশঙ্কার কথা শোনাচ্ছিলেন, প্রথমদিকে বিশ্বাস না করলেও এবার মেনে নিয়েছেন ট্রাম্পও। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুরুতে মনে হচ্ছিল সংখ্যাটা ৬০/ ৭০ হাজার হতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে এটা ১ লাখ পর্যন্ত যেতে পারে। ভয়ঙ্কর ঘটনা! প্রসঙ্গত, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যুসংখ্যা সাড়ে ৬৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি চিনকেই দায়ী করেছেন ট্রাম্প। একইসঙ্গে মার্কিন অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাপ্রকাশ করেছেন।