লকডাউনের মধ্যেই ১৩০০ কর্মী ছাঁটাই তিরুপতি মন্দিরে

0
1

সারা দেশজুড়ে লকডাউন চলছে। করোনা মোকাবিলায় এখন এটাই একমাত্র পথ। আর এই অবস্থায় বারবার সামনে উঠে এসেছে পরিযায়ী শ্রমিক, নিম্নবিত্তদের দুর্দশার ছবি। এই কঠিন সময়ে দেশের সবচেয়ে ধনী মন্দির তিরুপতিতে ছাঁটাই করা হলো ১৩০০ অস্থায়ী কর্মীকে। মন্দির কমিটির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

অন্ধ্রপ্রদেশের চিতোর জেলায় অবস্থিত তিরুপতি মন্দির। ভক্তরা যা প্রণামী দেন তার থেকে ওঠে কোটি-কোটি টাকা। চলতি আর্থিক বছরেও তিরুপতি মন্দির ট্রাস্টের বাজেট ৩৩০৯ কোটি টাকা। সেই মন্দির ট্রাস্ট ১ মে থেকে ১৩০০ কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে। এদিকে চুক্তি বাতিল করার সাফাইকর্মীরা নতুন করে মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু তাঁদের আবেদনে কার্যত সাড়া মেলেনি।

মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াইভি রেড্ডি বলেছন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কীভাবে ওই কর্মীদের সাহায্য করা যায় তা দেখছি।’ নিয়মিত কর্মীদেরও লকডাউনের পর থেকে আর কোনও কাজ দেওয়া হয়নি। সিআইটিইউ সহ একাধিক শ্রমিক ইউনিয়ন এই সিদ্ধান্তের নিন্দা করেছে।