কলকাতায় ব্যাপক দাপট করোনার, কাউন্সিলরদের সতর্ক করলেন মেয়র

0
3
ফাইল চিত্র

কলকাতার অনেকটা অংশেই মারণ ভাইরাস করোনার ব্যাপক দাপট শুরু হয়েছে। কিন্তু তাবলে আপস নয়, কড়া হাতে মোকাবিলা করতে হবে নরখাদক ভাইরাসকে। এদিন কাউন্সিলরদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম সতর্কবার্তা দিয়ে বলেন, “আতঙ্কের কথা ভেবে তথ্য গোপন করলে ফল খারাপ হবে।” জানা গিয়েছে, কলকাতার ১২টি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা খুবই বেশি। এবার সেই ১২ ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়েই সোমবার দীর্ঘ বৈঠক করলেন মেয়র ফিরহাদ হকিম।

জানা গিয়েছে বৈঠকে মেয়র অভিযোগের সুরে বলেছেন, “আমাদের অনেক কাউন্সিলরের মাইক্রোপ্ল্যানিংয়ে ভুল ছিল। অনেকেই বস্তি এলাকায় যাননি”। এমনকি, জোড়াবাগান, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, নারকেলডাঙার মতো এলাকায় নিয়ম মেনে কাজ হয়নি বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। কেন্দ্রের তালিকায় সংক্রমণে বিপদজনক ২০টির শহরের মধ্যে রয়েছে কলকাতার নামও।

তবে এদিন ভাল কাজের জন্য তিনি প্রশংসা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং শান্তনু সেনের।