লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন গরির মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে সবাই রেশনের চাল পান তার ব্যবস্থা করা হয়েছে। আর সেই চাল রেশনে গিয়ে না মেলায় রেশন ডিলারকে বেঁধে রাখেন গ্রাহকরা। ঘটনাটি ঘটে শেওড়াফুলি পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়া রেশন দোকানে। সোমবার সকালে রেশন নিতে যান গ্রাহকরা। অভিযোগ, কার্ড থাকার পরেও সঠিক চাল পাওয়া যায়নি। ওজনে কম চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। পরে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এবিষয়ে কিছু বলতে চাননি রেশন ডিলার গৌতম মণ্ডল।