করোনা নিয়ে আজ বিকেলে বিশ্বসভায় বার্তা দেবেন নরেন্দ্র মোদি

0
3

করোনা মহামারি ঠেকাতে এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সূত্রের খবর, উন্নয়নশীল দেশগুলির সংগঠন, Non-Aligned Movement (NAM) বা জোট নিরপেক্ষ দেশগুলির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আজ সোমবার বিকেলে ৷ সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী৷ এই প্রথমবার নরেন্দ্র মোদি Non-Aligned Movement-এর কোনও বৈঠকে যোগ দেবেন৷ ২০১২ সালে শেষবারের মতো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং যোগ দিয়েছিলেন৷ তার পর থেকে দেশের উপ রাষ্ট্রপতি-ই NAM – এর বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করতেন৷

রাষ্ট্রসংঘের পর ‘NAM’- ই বিশ্বের দেশগুলির দ্বিতীয় বৃহত্তম সংগঠন৷ এই সংগঠনে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মোট ১২০ টি দেশ রয়েছে।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলাম আলাউভের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে মহামারি হয়ে ওঠা করোনা ভাইরাসের মোকাবিলার পদ্ধতি নিয়ে এই বৈঠক হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র ডিরেক্টর জেনারেল এবং রাষ্ট্রসংঘের প্রধান, এই দুজন’ই আজকের এই বিশেষ বৈঠকে অংশ নিতে পারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি সদস্য-দেশের রাষ্ট্রনেতারাই এতে অংশ নেবেন৷

আর এই বৈঠকেই করোনা মহামারির বিরুদ্ধে ভারত কোন পথে লড়াই চালাচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় কীভাবে সাফল্য পাচ্ছে, NAM-এর সদস্য দেশগুলির কাছে সে কথা তুলে ধরবেন ভারতের প্রধানমন্ত্রী৷ আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ
প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করার কথা৷