করোনা তথ্যে ভুল ছিল, এতদিনে মানলেন মুখ্যসচিব

0
1

করোনা তথ্য নিয়ে বিস্তর বিতর্কের পর সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা মেনেছেন, তথ্যে ভুল ছিল। তিনি বলেন,” আমাদের তথ্য সংগ্রহের পদ্ধতিতে জটিলতা ছিল। কিছু ফাঁক দেখা গেছে। আমরা সেগুলি সংশোধন করছি।” মুখ্যসচিবকে এই ব্যাখ্যা দিতেই এদিন বহু সময় দিতে হয়। ” পার মিলিয়ন” তত্ত্ব ব্যবহার করে এদিনও তাঁর হিসেব সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায়। যে ডাক্তারদের কমিটি থেকে এত তথ্য ও ব্যাখ্যা শুরু থেকে দেওয়া হচ্ছিল, নবান্ন যে তাদের উপর আস্থা হারাচ্ছেন, তার ইঙ্গিত স্পষ্ট। তাদের আর জ্ঞান দিতে দেখাও যাচ্ছে না। দুএকজন সরকারকে ডুবিয়ে আপাতত সামনে নেই। মুখ্যসচিব এতদিন পর সঙ্গে স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিয়ে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত।